এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ জলবায়ু ন্যায্যতার দাবিতে কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতি লালকার্ড প্রদর্শন করেছে সাতক্ষীরার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতি এ লালকার্ড প্রদর্শন করে তারা।
এসময় তারা বলেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। বিশ্বের উন্নত দেশগুলো অধিক হারে কার্বন নিঃসরণের কারণ বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরও প্রতিশ্রুত ক্ষতিপূরণ দিচ্ছে না, এমনকি কার্বন নিঃসরণের হার কমাতে তাদের দৃশ্যত কোন উদ্যোগ নেই। ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনর নেতিবাচক প্রভাব দেশের সাতক্ষীরা জেলায় নানামুখী সংকট সষ্টি হয়েছে। মানুষ খাদ্য ও কর্মসংস্থানের অভাব বাস্তহারা হয়ে পড়েছে।
বক্তারা কার্বন নিঃসরণকারী দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উল্লেখ করে প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব আবুল কালাম আজাদ, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমান, আমরা বন্ধুর সদস্য মুশফিকুর রহমান, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি হাবিবুল হাসান, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.