এসএম স্বপন: যশোরের বেনাপোলে ৩২ কোটি ০৪ লাখ টাকা ঋণখেলাপীর দায়ে বিতর্কীত ব্যবসায়ী বাবুল আক্তারের একটি নির্মানধীন বিলাশবহুল বাড়িসহ ৯১৮ শতক জমি উদ্ধার করে ইসলামী ব্যাংক বেনাপোল শাখার দখলে দিয়েছে আদালত। এছাড়া বিভিন্ন ব্যাংকে একাধিক নামে ভুয়া এনআইডি নাম্বার ( ৪৬৫৫৬৯১১৩৯) ব্যবহার করে লোন নেওয়ারও চেষ্টার অভিযোগ রয়েছে এ ব্যবসায়ী বাবুল আক্তারের বিরুদ্ধে।

বুধবার দুপুরে ইসলামী ব্যাংকের বেনাপোল শাখার ম্যানেজার মোস্তফা মেহেদী হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সকালে যশোরের প্রথম যুগ্ম জেলা জজ ও অর্থঋণ আদালতের নির্দেশে ৬ সদস্যের প্রতিনিধিদল বাবুল আক্তারের সম্পতি ইসলামী ব্যাংককে বুঝিয়ে দেয়।

বেনাপোল পৌরসভাধীন যশোর-বেনাপোল মহাসড়কের কাগজপুকুর নামক এলাকায় জমির এই দখল বুঝে নেন ইসলামী ব্যাংক বেনাপোল শাখার ম্যানেজার। পরে সেখানে লাল পতাকা উড়িয়ে সাইন বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।

ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বেনাপোল শাখার দির্ঘ দিনের পূরাতন ৩২ কোটি ৪ লাখ টাকা বৃহৎ অঙ্কের দেশের শির্ষ স্থানীয় ঋণ খেলাপী গ্রাহকদের মধ্যে একজন অন্যতম ঋণখেলাপির গ্রাহক মেসাস জয়েন্ট সিলভার ট্রেডাস ও সহযোগী প্রতিষ্ঠান মেসাস সৌরভ এন্টার প্রাইজ এর সত্বাধীকারি বাবুল আক্তার ইসলামী ব্যাংক হতে ২০০৪ সালে ২৫ কোটি টাকা ঋণ গ্রহন করে। পরে শর্ত অনুযায়ী ব্যাংকের ঋণ পরিশোধ না করায় ব্যাংক বাধ্য হয়ে আদালতে অর্থ ঋণ মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত অর্থ ঋণ আদালত আইনের সকল প্রসিডিউর সম্পর্ন করে অর্থ ঋণ আদালত আইন ৩৩(৭) ধারা মোতাবেক ডিক্রিদার ব্যাংকের অনুকুলে সনদ প্রদান করে।এ সনদ শার্শা সাব রেজিষ্ট্রি অফিসে ০২/২০১২ বয়নামা দলিল রেজিস্ট্রি হয় এবং ব্যাংক নামজারীর মাধ্যেম ২০১২ সালে রেজিস্টারকৃত জমির খাজনাদি পরিশোধ করে আসিতেছে। কিন্তু দির্ঘদিন মর্টগেজকৃত ও সনদকৃত জমা জমি বাবুল আক্তার দখল ছাড়িয়া না দেওয়ায় ব্যাংক অর্থ ঋণ জারি মামলার তফশিলী ভুক্ত কাগজ পুকুর মওজার নির্মানাধীন পাকা ভবনসহ ৯১৮ শতক জমি দখল উদ্ধারের জন্য আবেদন করলে গত ৫ সেপ্টম্বর বিজ্ঞ অর্থ

ঋণ আদালত ব্যাংকের অনুকুলে দখল উদ্ধারের আদেশ প্রদান করলে ২০ সেপ্টেম্বর বিজ্ঞ যুগ্ম জেলা প্রথম ও অর্থ অর্থ ঋণ আদালত যশোরের নির্দেশ ক্রমে প্রসেজ সার্ভেয়ার গোলাম মোস্তফা ও মোকলেসুর রহমান এর নেতৃত্বে ৬ সদস্যের একটি দল বাবুল আক্তারের ৯১৮ শতক সম্পতি ইসলামী ব্যাংকের দখলে বুঝিয়ে দেন।