এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ সাতক্ষীরায় এনটিভির প্রয়াত সাংবাদিক সুভাষ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভা ও 'সুভাষের সৌরভ' গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সাতক্ষীরার সাংবাদিক সমাজের ব্যানারে বুধবার (২০সেপ্টেম্বর) সকালে শহরের লেকভিউ কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়।
এ সময় 'সুভাষের সৌরভ' বইটির মোড়ক উন্মোচন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাস সরকার, অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল, সমাজসেবক আলহাজ¦ আবুল কালাম বাবলা, নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, আব্দুল জলিল প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, প্রয়াত সুভাষ চৌধুরীর সহধর্মিণী মিনতি চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুভাষ চৌধুরী ছিলেন সাংবাদিকদের জন্য একটি প্রতিষ্ঠান। তিনি যুগ যুগ ধরে সাংবাদিকদের মাঝেই বেঁচে থাকবেন।
উল্লেখ্য ঃ গত ২০২২ সালের আজকের দিনে (২০ সেপ্টেম্বর) সাংবাদিক সুভাষ চৌধুরী বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এনটিভির স্টাফ রিপোর্টার ও যুগান্তরের জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.