খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 7730 বার
স্টাফ রিপোর্টার : যশোরের শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত নুর হক বিশ্বাসের ছেলে ক্যান্সার আক্রান্ত শাহিনুর রহমান (৪৮) বাঁচতে চায়। এর জন্য প্রয়োজন ৮ লক্ষ টাকা। কিন্তু এ পর্যন্ত চিকিৎসা করাতে গিয়ে সব হারিয়ে তিনি এখন নিঃস্ব। সহায় সম্বল হারিয়ে মানুষের দুয়ারে হাত পেতেছেন শাহিনুর রহমান।
শাহিনুর রহমান বলেন, ছোটবেলায় তার বুকে আঘাত লেগে রক্ত জমে যায়। তখন তার বাবা-মা যশোর থেকে অপারেশন করিয়ে আনেন। এর ৮ বছর পর পুনরায় বুকে টিউমার দেখা দেয়। ২০১৪ সালে সহায়সম্বল সব বিক্রি করে ভারতের কোলকাতায় গিয়ে অপারেশন করান। ২ বছর যেতে না যেতে আবারও টিউমার দেখা দেয়। এভাবে এখন পর্যন্ত ৪ বার অপারেশন করা হলেও বর্তমানে তার বুকে আবারও অনেকগুলো টিউমার দেখা দিয়েছে। নয় সদস্যের পরিবারে বর্তমানে একমাত্র উপার্জনক্ষম বড় ছেলে কবুতরের দোকান থেকে উপার্জিত অর্থ দিয়ে কোনোমতে সংসার চালাচ্ছে। ভারতের ভেলোরে অবস্থিত সিএমসি হসপিটালের ডাক্তারগণ রিপোর্ট দেখে বলেছেন, টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে পড়ছে। যতদ্রুত সম্ভব অপারেশন করাতে হবে। এরজন্য প্রয়োজন ৮ লক্ষ টাকা। তিনি বলেন, এত টাকা জোগাড় করা আমার বা পরিবারের সদস্যদের পক্ষে সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি।
শাহিনুর রহমানকে সহযোগিতা করতে চাইলে তার বিকাশ নং ০১৯১৭৮৭৫৮২০ বা ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ এর বেনাপোল শাখা, হিসাব নং ২০৫০১৬৪০২০১৯৩১৩১৬ এ টাকা পাঠাতে পারেন। আপনার সামান্য দানে হয়তো বেচে যেতে পারে এই মানুষটি।