সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার এগারো খানের বাকড়ী গো-চর ফুটবল মাঠে ৮ দলীয় (বঙ্গবন্ধু) ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বাকড়ী (থ্রি স্টার) স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১৮ সেপ্টেম্বর ২০২৩ (সোমবার) প্রথম সেমিফাইনালের মুখোমুখি হয় খুলনার ফুলতলার উপজেলার রূপক ফুটবল একাডেমি এবং যশোরের মনিরামপুর উপজেলার তুহিন স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ। খেলা শুরু হওয়ার আগেই মাঠের চারপাশে কানায় কানায় পূর্ন হয়ে যায় ফুটবল প্রেমি দর্শকে। নির্ধারিত সময়ে রেফারি খেলা শুরু করান এজন্য ধন্যবাদ জানিয়ে হাততালি দিয়ে রেফারিকে অভিনন্দন জানায় উৎফুল্ল দর্শক।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর শনিবার ২০২৩ ইং রূপক ফুটবল একাডেমি মাগুরা ফুটবল একাদশকে এবং মনিরামপুর উপজেলার তুহিন স্পোর্টিং ক্লাব গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার ইং ২০২৩ অভয়নগরের পায়রা ফুটবল একাডেমিকে হারিয়ে তারা সেমিফাইনালে উঠে। প্রথমার্ধে গোলশূন্য ভাবে খেলা শেষ হলেও দ্বিতীয়ার্ধে তুহিন স্পোর্টিং ক্লাব ১/০ শুন্য গোলে জয় পায় এরই সুবাদে আগামী চুড়ান্ত পর্বে খেলার সুযোগ নিশ্চিত করেছে তারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.