সুলতান মাহমুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেমনে নেতা-কর্মীরা এভাবে জড়ো হওয়ায় বিঘ্নিত হচ্ছে লাইভ সম্প্রচার। সংবাদকর্মীরাও ফুটেজ নিতে পালনে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। মঞ্চের সামনের দিকে ব্যানার-ফেস্টুন উচিয়ে ধরে রাখছে নেতা-কর্মীরা। শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক কয়েক দফা চেষ্টা করেও ব্যর্থ হন।
মঞ্চের সারছিলেন না। এক পর্যায়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন নেতা-কর্মীদের মঞ্চের সামনে থেকে সরে যেতে বলেন; পাশাপাশি ব্যানার-ফেস্টুন নামিয়ে দিতে বলেন।
অনেকটা বিরক্তি প্রকাশ করে সাদ্দাম হোসেন বলেন, "এটা কি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন? তাহলে এত নেতা মঞ্চে কেন? বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি-সেক্রেটারি ছাড়া সবাই মঞ্চ থেকে নেমে যান।"
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আরও বলেন, "আসার পর থেকে যে বিশৃঙ্খল অবস্থা দেখছি, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে কোনোভাবেই যায় না। সবাই ব্যানার নামাও, মঞ্চের সামনে থেকে সরে যাও। পিছনে অনেক আসন ফাকা আছে, সেখানে গিয়ে বসো। এই সম্মেলনটি লাইভ সম্প্রচারিত হচ্ছে। ব্যানার-ফেস্টুনের জন্য লাইভ সম্প্রচার ক্ষতিগ্রস্ত হচ্ছে।"
এর আগে, সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
প্রসঙ্গত, রাবি ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৮ ডিসেম্বর। পরে ১১ ডিসেম্বর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে রাবি ছাত্রলীগের ১৩ সদস্যের প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় ৭ বছর পর ২৬ তম সম্মেলনের হচ্ছে আজ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.