সনতচক্রবর্ত্তী: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা) ডেঙ্গুতে চিকিৎসাধীন তিন নারীর মৃত্যু হয়েছে। এ সময় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৪৫ জন ভর্তি হয়েছেন। জেলার হাসপাতালগুলোতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।
মারা যাওয়া নারীদের মধ্যে রাজিয়া বেগম (৫০) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের জাফর শেখের স্ত্রী। আছিয়া বেগম (৪৯) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম গ্রামের ছত্তার বেপারীর স্ত্রী। অপরজন চন্দনা শিকদার (৫১) ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার সুবীর শিকদারের স্ত্রী।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।
তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার বিকেলে রাজিয়া বেগম ও আছিয়া বেগম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান তারা। অপরজন চন্দনা শিকদার গত ৮ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৬৭ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩০৪ জন।
তিনি আরও জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৮৯৫ জন। এর মধ্যে ৭ হাজার ২০১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.