ডেস্ক রিপোর্ট : সরকার তেল ও চিনির নতুন মূল্য নির্ধারণ করেছে। সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে। প্রতি কেজি বোতলজাত সয়াবিন ১৬৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম তেলের দাম লিটারে ৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১২৪ টাকায়।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন এই মূল্য তালিকা ঘোষণা করেন। বৈঠকে কৃষি সচিব উপস্থিত ছিলেন। পাশাপাশি বাজারে খোলা চিনির মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা, প্যাকেট চিনি ১৩৫ টাকা। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা, আলু ৩৫ থেকে ৩৬ টাকা এবং প্রতিটি ডিম সর্বোচ্চ ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে সীমিত আকারে আমদানি করা হবে। ১২ টাকার বেশি দামে বিক্রি হলে তখন বেশি পরিমাণ আমদানি করা হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.