খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3627 বার
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া ঃ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অবশেষে মৃত্যু বরন করেছে যশোরের বাঘারপাড়া উপজেলার সাংবাদিক জসিমউদদীন। ১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার দুপুরে খুলনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না-লিল্লাহ—রাজিউন।
সাংবাদিক জসিমউদদীন দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অসুস্থ্যতার সাথে দিনাতিপাত করলেও দরিদ্রতা এবং চরম অর্থনৈতিক সংকটের কারণে ঠিকমত চিকিৎসা করাতে পারেননি বলে প্রতিবেশী ও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। একপর্যায়ে তার জীবন সংকটাপন্ন মূহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দেওয়া হয়। এরপর একটি মাধ্যমে তাকে জরুরি চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে গত ১৩ সেপ্টেম্বর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। পারিবারিক জীবনে তিনি দুই মেয়ে ও স্ত্রীকে রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ মুহুর্তের মধ্যে মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে পড়লে দুরদুরান্ত থেকে স্বজনরা শেষবারের মতো একনজর দেখার জন্য ছুটে আসেন উপজেলার জামদিয়া গ্রামের বাড়ীতে। পত্রিকায় লেখালেখির সুবাদে জসিমউদ্দিন বেশ কয়েকটি সাংবাদিক সংগঠনের সংগে জড়িত ছিলেন। তার মৃত্যুর খবরে বাঘারপাড়ার সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠন, এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইভাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।
বুধবার তার জানাজা নামাজ পূর্ব শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মহাসচিব সুমন সরদার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, বিভাগীয় সিনিয়র সহসভাপতি খন্দকার আশিকুর রহমান, জেলা কমিটির সভাপতি নাসিম রেজা নাসির, সহসভাপতি শেখ আমের আলী, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, জাগরণীর শরিফুল ইসলাম এবং এশিয়া টিভির মো.তরিকুল সরদার, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো.সহিদুল ইসলাম প্রমূখ। অন্যদিকে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, ৮নং বাসুয়াড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সরদার ও জামদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বর মো. আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। এদিন আছরের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।