নিজস্ব প্রতিবেদক : বেনাপোল পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর কামরুন্নাহার আন্না প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মজনুর রহমান নুপুর প্যানেল মেয়র-২ এবং ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম শরিফ প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছে। রোববার সকালে পৌরসভার নবনির্বাচিত পরিষদের প্রথম মাসিক সভায় নতুন মেয়র আলহাজ নাসির উদ্দিন প্যানেল মেয়রের নাম ঘোষণা করেন।
কামরুন্নাহার আন্না সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড-গাজিপুর, ছোটআঁচড়া ও বড়আঁচড়া ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি ২০১১ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত বেনাপোল পৌরসভার প্রথম নির্বাচনেও সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। কামরুন্নাহার আন্না শার্শা উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ ও দৈনিক স্পন্দন পত্রিকার বেনাপোল প্রতিনিধি শেখ কাজিম উদ্দিনের স্ত্রী।
প্যানেল মেয়র-১ নির্বাচিত হওয়ায় কামরুন্নাহার আন্না যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেনাপোল পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিনের প্রতি।
এছাড়াও শার্শা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ আলহাজ ওয়াহিদুজ্জামান, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সোয়ারাব হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.