খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 4069 বার
স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়নের ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক পুলিশ সদস্য মোঃ শওকত হোসেন (পিপিএম)। ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ ইসরাইল হোসেনের সভাপতিত্বে ও সভাপতি বিএম সাগর হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ২নং মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও ঝিকরগাছা স্বেচ্ছাসেবী ঐক্যমঞ্চের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু।
উক্ত অনুষ্ঠানে সেবা সংগঠনের কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, ড্রীম টাচ বাংলাদেশ এর প্রতিষ্টাতা ও বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের কার্যকরী সদস্য নিপা, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের কার্যকরী সদস্য সাইদুল ইসলাম তৈয়ব, মেডিকেল টিমের সদস্য মেহেদী হাসান, নুরুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি আরিয়ান মামুন, কায়েমকোলা শাখা এজেন্ট ব্যাংকিং ইসলামি ব্যাংক এর পরিচালক ইঞ্জিনিয়ার সোহেল রানা, ডাচ্ বাংলা ব্যাংক এর পরিচালক মোঃ সাদ্দাম হোসেন, ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি আশিকুর রহমান, তিশা আক্তার বৃষ্টি, ফয়জুন নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মোঃ খালিদুর রেজা শিশির, অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ অর্থ সম্পাদক মোঃ রাকিব উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক মোছাঃ রূপালী আক্তার রুপা, সেবা’র সদস্য আসাদুল, মাসুম, মিঠুন সহ আরো অনেক সদস্য এবং সকল সদস্যদের অভিভাবক মন্ডলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার মোঃ আশিকুর রহমান তুহিন ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবকদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।