আকিজ মাহমুদ, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে আসা শাটল ট্রেনটি চৌধুরীহাট পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানায়, আহত ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ছাদে করে ক্যাম্পাসে আসছিলেন। এ সময় রাস্তার ওপর হেলে থাকা গাছের আঘাতে অন্তত ৩ জন ট্রেন থেকে ছিটকে পড়েন। বাকি অন্তত ২০ জন শিক্ষার্থী শাটলের বগির ছাদে আহত অবস্থায় পড়েছিলেন। এ সময় শাটলে থাকা শিক্ষার্থীরা দ্রুত তাদের ফতেহাবাদের বিভিন্ন ক্লিনিকে ও পরে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেলে পাঠায়।
এদিকে শাটল দুর্ঘটনাক কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। দুর্ঘটনা কবলিত শাটল ট্রেন ক্যাম্পাসে ফিরলে চালককে প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ করে রাখে তারা।
পরে জিরো পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। চেয়ার জ্বালিয়ে নানান স্লোগান দিতেও দেখা যায় শিক্ষার্থীদের।
রাত সাড়ে ১০টায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সদস্যরা দ্রুত সেখান থেকে সরে যায়।
এদিকে পুলিশ ফাঁড়ি ভাঙচুরের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা জিরো পয়েন্টে থেকে ভিসির বাসভবনের দিকে অবস্থান নেয়। রাত ১১টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির বাসভবন ভাঙচুর করে।
তবে পরিস্থিতি স্বাভাবিক করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে দেখা যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.