বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা-ঘাঁটাইল সড়কে নিঝুরী বাজার স্থানে বাসাবাড়ির ড্রেনের পানিতে সয়লাব। এতে সড়কের পানি জমে খানাখন্দেকের সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী বাজারটি একটি গুরুত্বপূর্ণ বাজার। এ বাজারের পাশে সড়ক ঘেষে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের গ্রীন টেক্সটাইল লিমিটেড নামের একটি শিল্প প্রতিষ্ঠান। ওই কারখানার প্রায় দশ হাজার শ্রমিক কর্মরত। প্রতিদিন সকাল বিকাল শ্রমিকরা জমাকৃত পানির উপর দিয়ে যাতায়াত করে থাকে। নিঝুরী গ্রামের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফার বাসা বাড়ির পানি ও আব্দুল রশিদ মাষ্টারের বাসার পানি সরাসরি সড়কের উপর প্রবাহিত হচ্ছে। এ ব্যাপারে কেউ কোন পদক্ষেপ না নেওয়ায় একদিকে সড়কের ক্ষতি অন্যদিকে শ্রমিকদের ও পথচারীসহ বাজারের দোকানদারও ভোগান্তির শিকার হচ্ছে।
নিঝুরী বাজার কমিটির সভাপতি লুৎফর রহমান মোল্লা জানান, মোস্তফা মেম্বার ও রশিদ মাষ্টার দু'জন সচেতন ব্যক্তি, তারপরেও আমি তাদের সঙ্গে কথা বলবো।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.