বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার সোয়াইল গ্রামের ৭ম শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত ও বাড়ির সামনে খরের পালায় আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় একই এলাকার জসিমগংদের বিরুদ্ধে ছাত্রীর মা শামসুন্নাহার ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে ভালুকা মডেল থানার এস আই তপু বিশ্বাস ঘটনার তদন্ত করে। তদন্তের পর সোয়াইল ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন ঘটনাটি মীমাংসা করার জন্য পুলিশের কাছ থেকে সময় নেয়। কিন্তুু দীর্ঘ দিনেও ঘটনাটির সমাধান না হওয়ায়। ছাত্রীর পরিবারটি বিচারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাননি। অপর দিকে উত্যক্তকারীরা ক্ষিপ্ত হয়ে উঠে। গত (২৮ আগস্ট) ওই ছাত্রীর বাড়িতে গিয়ে খরের পালায় আগুন দরিয়ে দেয়। ঘটনাটি প্রতিবেশীরা টের পেয়ে বাড়ির লোকজনকে ডেকে তোলে আগুন নিমানোর চেষ্টা করেন।
এ ঘটনায় শামসুন্নাহার বাদী হয়ে জসিম মিয়া (২২), ফরিদ মিয়া (৩০), মনজুর মিয়া (৩০), মাহফুজ মিয়া (২০) ও আহাদ মিয়া (২৫) কে নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪/৫ জনকে বিবাদী করে ভালুকা মডেল থানায় আরও একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি তদন্ত করেছেন পুলিশ। উত্যক্ত কারীদের আতঙ্কে। অসহায় পরিবারটির উপর একের পর এক অত্যাচার নির্যাতন করে গেলেও প্রশাসন কোন কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে এ দু'টি ঘটনার সততা পাওয়া গেছে।
সোয়াইল ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন জানান, ঘটনা দু'টি অবগত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। পাশাপাশি উভয় পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.