আন্তর্জাতিক ডেস্ক : ‘ভিব্রিও ভালনিফিকাস’ নামের একটি মারাত্মক ক্ষতিকর মাংসখেকো ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমিত হয়ে যুক্তরাষ্ট্রে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল জুড়ে এই ব্যাকটেরিয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে একটি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে দেশটি। সংবাদমাধ্যম লাইভ সাইন্স জানিয়েছে, এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিডিসি যুক্তরাষ্ট্রের জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
দেশটির কানেকটিকাটে একজন, নিউইয়র্কে আরেকজন এবং উত্তর ক্যারোলিনায় তিনজন চলতি বছর জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে পানিতে বসবাসকারী একটি মারাত্মক প্রজাতির ব্যাকটেরিয়া ভিব্রিও ভালনিফিকাসের সংক্রমণের ফলে মারা গেছে।
ভিব্রিও ব্যাকটেরিয়া সাধারণত উপকূলীয় লবণ বা লোনা পানিতে বাস করে। এই ব্যাকটেরিয়ায় মানুষ সংক্রামিত হয় সংক্রামিত পানির কাঁচা বা কম রান্না করা শেলফিশের মাধ্যমে অথবা সরাসরি খাওয়ার মাধ্যমে।
সমীক্ষা অনুযায়ী, প্রায় ৮০ হাজার মানুষ প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ভিব্রিও ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয়। রোগের উপসর্গগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া, পেটে ব্যথা, বমি বমি ভাব ও জ্বর।
সিডিসি জানায়, শরীরে ক্ষত থাকলে লবণ বা লোনা পানি থেকে দূরে থাকতে হবে এবং সাঁতার কাটার সময় কেটে গেলে অবিলম্বে পানি থেকে উঠে যেতে হবে। শরীরের ক্ষত একটি ওয়াটারপ্রুফ ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখতে হবে। সাবান এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এ ছাড়া কাঁচা ঝিনুক এবং অন্যান্য শেলফিশ রান্না করে খেতে হবে। কাঁচা শেলফিশ পরিস্কার করার পর সাবান এবং পানি দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.