আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন । রয়টার্সের খবরে বলা হয়েছে, সু চি'কে মিয়ানমারের বাইরের কোনো চিকিৎসককে দেখানোর আবেদন করা হয়। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সামরিক জান্তা।
রয়টার্স জানিয়েছে, বাইরের অভিজ্ঞ চিকিৎসকের পরিবর্তে কারাগারের চিকিৎসকদের দিয়েই সু চির চিকিৎসা করাচ্ছে জান্তা প্রশাসন। নোবেলজয়ী মিয়ানমারের এই নেত্রীর বর্তমান বয়স ৭৮ বছর।
সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ‘সু চির মাড়ি বেশ ফুলে গেছে। তিনি ভালোভাবে খেতে পারছেন না। এছাড়াও বমির পাশাপাশি মাথা ঘোরা ও সামান্য পরিসরে অজ্ঞান বা নিস্তেজ হয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন মিয়ানমানের গণতন্ত্রপন্থী নেত্রী।’
সু চির বিষয়ে বিস্তারিত জানতে সামরিক জান্তার সঙ্গে যোগাযোগ করেছিল বার্তাসংস্থা রয়টার্স। তবে এতে তারা সাড়া দেননি।
২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপরই দেশটির বেশিরভাগ রাজনীতিবিদকে আটক করা হয়। তাদের মধ্যে ছিলেন অং সাং সু চিও। তখন থেকেই বন্দি রয়েছেন তিনি। গত জুলাই মাসের শেষের দিকে রাজধানী নেইপিদোর কারাগার থেকে মুক্ত করে তার বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে তাকে।
১৯টি ফৌজদারি অপরাধে ২৭ বছরের সাজার সম্মুখীন হয়েছেন সু চি। তাকে বিভিন্ন অপরাধে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে সম্প্রতি তার ৫টি অপরাধ ক্ষমা করে জান্তা সরকার। এতে তার জেলের মেয়াদ ছয় বছর কমে ২৭ বছরে দাঁড়িয়েছে। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন সু চি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.