খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 4583 বার
এসএম স্বপন, বেনাপোলঃ বেনাপোল পোর্ট থানার বেনাপোল স্থলবন্দরের ৩৫নং কেমিক্যাল গোডাউনের পশ্চিম পাশে ইউনুস মার্কেটের পূর্ব পাশে একটি মুদিখানা দোকানের পিছনে ড্রেনের মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় ২৩টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় এ ককটেল গুলো উদ্ধার করা হয়।
এ সময় মোঃ বাদল হোসেন (৪৫)কে আটক করেছে পোট থানা পুলিশ। আটক বাদল বেনাপোল পোট থানা বড় আঁচড়া গ্রামের আব্দুল জলিল এর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদে জানতে পারি বেনাপোল পোর্ট থানার ৩৫নং কেমিক্যাল গোডাউনের পাশে একটি মুদিখানা দোকানের পিছনে ড্রেনের মধ্য পরিত্যক্ত অবস্থায় ২৩টি তাজা ককটেল রয়েছে।
এমন খবরে, বেনাপোল পোর্ট থানার একটি টিম সেখানে অভিযান চালিয়ে ২৩টি তাজা ককটেল উদ্ধার করেন। তিনি আরো জানান কে বা কারা এ ককটেল রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।