বিল্লাল হোসেন,রাজগঞ্জ(যশোর)।। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য বলেছেন, ‘ক্ষণজন্মা বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনে ১৩ বছরই মানুষের অধিকার আদায়ের সংগ্রামের জন্য কারাগারে থেকেছেন। তিনি বাংলার মাটি ও মানুষকে অসম্ভব ভাল বাসতেন এবং মানুষের মনের কথা বুঝতেন বলেই তিনি জাতির পিতা হতে পেরেছেন। বঙ্গবন্ধু দেশ এবং মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন, স্বপ্ন পূরণে সঠিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে এবং জননেত্রীকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। কারণ জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে উন্নত ও সুখী-সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়’
বৃহষ্পতবার বিকেলে মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ট্য বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় চালুয়াহাটি ইউনিয়নের শয়লা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নিতাই চন্দ্র পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহম্মেদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তরুণ আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আমির আলী খা, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার আব্দর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, পৌর কাউন্সিলর সুমন দাস, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এম.এম ইম ইমরান খান পান্না, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,ঝাপা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, উপজেলা যুবলীগ নেতা ইয়াহিয়া রাজু, আওয়ামীলীগ নেতা প্রভাষক মিজানুর রহমান, শরিফুল ইসলাম চাকলাদার, মনিরুজ্জামান, উপজেলা যুবলীগ সদস্য গাজী আসাদসহ উপজেলা ও স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগসহ দলটির সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। আলেঅচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি মঙ্গল কামনা করে দোয়া ও উপস্থিতির মাঝে খাবার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.