আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলায় একইদিনে একাধিক জায়গায় ব্যাটারি চালিত মটরভ্যান চুরি হয়েছে বলে অভিযোগ ওঠেছে। ভ্যান চুরির ঘটনায় ভুক্তভোগী খোরশেদ আলী (৫০) থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, খোরশেদ আলী ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের (বোডঘাট) ২ নং ওয়ার্ডের বাসিন্দা। মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল ১০টায় তার মোটরভ্যানটি আমিনুরের ভাংড়ির দোকানের সামনে তালা লাগিয়ে বাড়িতে যান। কিছুক্ষণ পরে বাড়ি থেকে বেরিয়ে দেখেন তার ভ্যানটি নেই। কে বা কাহারা তার ভ্যানের তালা ভেঙে চুরি করে নিয়ে গিয়েছে।
উপার্জনের একমাত্র অবলম্বন মোটরভ্যানটি হারিয়ে দিশেহারা খোরশেদ আলী কান্না বিজড়িত কন্ঠে বলেন, সামান্য সময়ের মধ্যে আমার ভ্যানটি চোরে চুরি করে নিয়ে গিয়েছে। সাথেসাথে আমি আশেপাশের মানুষ কে জিজ্ঞাসা করি কিন্তু কেউ কিছু বলতে পারে না, আমি ও আমার স্ত্রী ঝিকরগাছা বাজার সহ আশেপাশে বিভিন্ন জায়গায় ফোন করি আর খুজাখুজি করতে থাকি, কিন্থ কোথাও আমার ভ্যানের কোন হদিস না পেয়ে থানায় অভিযোগ দায়ের করে এসেছি। খোরশেদ আলী আরও জানান, তার ভ্যান চুরির আগে পরে ঝিকরগাছা উপজেলা মোড় থেকে ২ টা, বেনেয়ালী বাজার থেকে ২ টা আর তারটা সহ মোট ৫ টা ভ্যান একযোগে চুরি হয়েছে।এছাড়াও বিভিন্ন সময়ে ঝিকরগাছা থেকে একাধিক ভ্যান চুরি হয়ে গেছে।
ঝিকরগাছা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমি থানায় যোগাযোগ করে ঘটনাস্থলে পুলিশ এনে তদন্তের ব্যবস্থা করি। কিন্তু দুঃখের বিষয় ভ্যানটা এখনও পাওয়া যায়নি।
ঝিকরগাছা থানার ইনচার্জ সুমন ভক্ত বলেন, ভ্যান চুরির ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আমরা চোর সনাক্ত এবং চুরি যাওয়া ভ্যান উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.