আব্দুল্লাহ আল-মামুন : যশোর-১(শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিন বলেছেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রয়াত আলহাজ¦ নুরুজ্জামানের শুণ্যতা কখনও পূরণ হবে না। তিনি ছিলেন সদালাপী, মিষ্টভাষী, কর্মী বান্ধব, জনবান্ধব ও চৌকষ পরিশ্রমী নেতা। তার জীবদ্দশায় তিনি আওয়ামীলীগের নেতা-কর্মীদের নিজ মাতৃগর্ভের ভাই-বোনের চোখে দেখতেন। ছোটদের আদর করতেন, বড়দের সম্মান করতেন। বহু প্রতিভার অধিকারি নুরুজ্জামান ছিলেন স্থানীয় রাজনীতিতে আওয়ামীলীগের প্রাণ। তার অকাল মৃত্যুতে শার্শা উপজেলাবাসী একজন দক্ষ দরদী মানুষকে হারালো।
মঙ্গলবার বিকেলে বেনাপোল পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয় ছোটআঁচড়া মোড়ে আলহাজ¦ নুরুজ্জামানের ১-ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণকালে একথা বলেন তিনি।
শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত এ স্মরণ সভায় শেখ আফিল উদ্দিন এমপি’ শার্শা উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতালগ্ন থেকে আমৃত্যু সভাপতি’ বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা মরহুম হক সাহেবকে স্মরণ করেন। স্মৃতির মণিকোঠা থেকে অকপটে আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা মরহুম সিরাজুল ইসলাম সিরাজ, মরহুম সামছুর রহমান (গ্যানেট সামছু), মরহুম খলিলুর রহমান, মরহুম আজিজ আহমেদসহ অনেক ত্যাগী নেতাদের স্মরণ করেন।
শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণ সভা ও দোয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিন, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ সালেহ আহমেদ মিন্টু, যুবলীগের সভাপতি অহিদুজ্জাান অহিদ, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুলসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.