নিজস্ব প্রতিবেকঃ কুড়িগ্রামের চিলমারীতে নাজমুল ইসলাম (২০) নামে প্রেমিকের বাড়িত মামি নূর হোসনা নামে এক মহিলা বিয়ের দাবিতে অনশন করেছে।
রবিবার (২৩ মার্চ) দুপুর থেকে কুড়িগ্রাম চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাসারি পাড়ায় প্রেমিক নাজমুল-এর বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রেমিক নাজমুল ইসলাম ওই গ্রামের দেলাবর রহমানের ছেলেআজকে তোমার ব্যাপারটা তোমার কাছে কেমন মনে হয় একটু মূল্যায়ন করুক এবং নূর হোসনার সাবেক স্বামীর সর্ম্পকে তারা মামী-ভাগ্নে।
বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী জানান, ২ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে নাজমুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই তিনি প্রেমিক ভাগ্নের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান।
স্থানীয়রা জানান, নুর হোসনাকে ভাগ্নের সাথে অন্তরঙ্গ মর্হুত দেখতে পেয়ে তার সাবেক স্বামী মিন্নাতুল ইউপি চেয়ারম্যানের কাছে বিচার দেন। এর কয়েক মাস পরে মিন্নাতুল তার স্ত্রীকে তালাক দেন।
এদিকে বাড়ীতে না থাকায় এ নিয়ে নাজমুল হোসেনের মন্তব্য পাওয়া যায়নি। তবে নাজমুল এর মা বলেন, ‘ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হয়নি, আমার ছেলে এখনো পড়াশুনা করে।
চিলমারী থানার অফিসার ইনচার্জ মোশাহেদ খান বলেন, এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি। জানালে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.