নিজস্ব প্রতিবেদকঃ রংপুরে গ্রেফতারকৃত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তোলা হলে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া উভয়পক্ষের যুক্তি তর্ক শোনার পর এ আদেশ দেন। সদর থানার ওসি হাবিবুল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০মিনিটে রংপুর শহর থেকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে কুড়িগ্রামে নিয়ে যায়। রাতের কুড়িগ্রামের ডিবি পুলিশের পরিদর্শ আল্লাহর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন,‘সাদ্দামকে রংপুর থেকে গ্রেফতার করে কুড়িগ্রামে আনা হয়েছে। তার বিরুদ্ধে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’তিনি আরও বলেন সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোজাফফর হোসেন বলেন, কুড়িগ্রাম থানার মামলা নং-১৩, জিআর নং-৩১৯/২০২৪(কুড়িঃ), তারিখ-১০-১০-২০২৪ খ্রিঃ, ধারা- ১৪৩/১৪৭/ ১৪৮/৩০৭/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/৩২৬ /৩০২/৩৭৯/ ৪৩৬/৪২৭/৫০৬/১৪৪ পেনাল কোড মামলায় গ্রেফতার দেখানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.