আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা ঝিনাইদহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে দলটির জেলা শাখা এ দোয়ার মাহফিলের আয়োজন করে। এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আকতারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পাননু, আনোয়ারুল ইসলাম বাদশা, আহসান হাবিব রণক, মহিলাদল নেত্রী তহুরা বেগম, বিএনপি নেতা আলমগীর হোসেন, আশরাফুল ইসলাম পিন্টু, জিয়াউল ইসলাম ফিরোজ, ইঞ্জিনিয়ার আসাদ, আলাউদ্দীন আল মামুন, এনামুল হক মুকুল, প্রভাষক জাহাঙ্গীরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ অভিযোগ করেন, শেখ হাসিনা ১৫বছরে সচিব থেকে তৃণমুল পর্যন্ত দলীয়করণ করে সব জয়বাংলার লোক বসিয়েছে। এদের দিয়ে ভোট নিরপেক্ষ হবে না। সরকারী কর্মকর্তারা এখন প্রকাশ্যে নৌকা প্রতিক জেতানোর কথা বলে। তার মানে এই দেশটাকে শুধু শেখ হাসিনা একা লুটপাট করেনি, জেলায় জেলায় পদায়নকৃত জয়বাংলাধারী এসব সরকারী কর্মকর্তারাও সরকারী কোষাগার ফোকলা বানিয়েছে। তৃতীয় শ্রেনীর কর্মচারীরও এখন ঢাকায় বাসাবাড়ি আছে। কাজেই এই স্বৈরাচারী, ফ্যাসিষ্ট ও মাফিয়া সরকারকে পদত্যাগে বাধ্য করতে করতে জনগন আজ জেগে উঠেছে।
তিনি খালেদা জিয়ার মুক্তি দাবী করে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা হলেও সেই মামলা প্রভাব ও কৌশল খাটিয়ে জয়বাংলা মার্কা বিচারকদের দিয়ে নিস্পত্তি করে নিতে সক্ষম হয়েছেন। অথচ খালেদা জিয়ার মামলা এখনো চলমান। এতেই বোঝা যায় হাসিনা কত প্রতিহিংসা পরায়ন। পরে দোয়া মাহফিলে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন বিএনপির নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.