যশোর অফিস ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নির্বাচন যত বিলম্ব হবে পরাজিত শক্তিরা তত দ্রুত মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। সংস্কার কিংবা নানান অজুহাতে নির্বাচন বিলম্বিত হওয়ার কোন সুযোগ নেই। গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনার লক্ষ্যে এখনই প্রয়োজন একটি অবাধ সুষ্ঠু, গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন। গণতান্ত্রিক রাষ্ট্র জনগণকে প্রকৃত মুক্তির স্বাদ এনে দিতে পারে।
রোববার জেলা বিএনপি আয়োজিত জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ ১৭ বছর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলন কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে যশোর জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেও অত্যন্ত নিষ্ঠার সাথে অগ্রণী ভূমিকা পালন করে।
তিনি বলেন, ছাত্র-জনতার সম্মিলিত প্রয়াসে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর কিছুটা হলেও আমরা মুক্তির স্বাদ পেয়েছি। একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র সেই মুক্তির স্বাদকে স্থায়ী করতে পারে। সেই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, এই মুহূর্তে আমাদের ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধ থেকে দীর্ঘ ১৭ বছর যেভাবে লড়াইয়ের মধ্য দিয়ে পার করেছি, ঠিক তেমনি সকল ভেদাভেদ ভুলে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে গণতান্ত্রিক সরকার উপহার দিতে না পারি ততক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমাদের লড়াই অব্যাহত থাকবে। অতীতের মত আগামীতেও দলীয় নেতাকর্মীদের হাতে হাতে রেখে এই লড়াইকে বেগবান করার আহ্বান জানান অধ্যাপক নার্গিস বেগম।
উক্ত জরুরি মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সদস্য প্রকৌশলী টি এস আইয়ূব, সাবিরা নাজমুল মুন্নি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.