নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।
আজ রবিবার (১৬ মার্চ) সকাল ১১টায় নীলফামারীর চৌরঙ্গী মরে স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী মো:সাইয়েদুর রহমান এর বক্তব্য প্রত্যাখ্যান করে নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের সকল ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।
স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী মো:সাইয়েদুর রহমান এর বক্তব্য প্রত্যাখ্যান করে নীলফামারীর সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীদের এ আয়োজনে করে। আয়োজনে নীলফামারী সরকারি মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ সহ এবং সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারি বক্তব্য প্রত্যাহার করতে হবে। সকল ষড়যন্ত্র বন্ধ করে নীলফামারী সরকারি মেডিকেল কলেজ নাজ জায়গায় স্থাপন করতে হবে। এটা নীলফামারী বাসীর প্রাণের দাবি। এ দাবি মানা না হলে নীলফামারী জেলাকে সমস্ত বাংলাদেশে বিচ্ছিন্ন করা হবে। নীলফামারী বাঁশির এক বিন্দু রক্ত থাকতেও এ কলেজ কে অন্যজেলায় স্হাপন করতে দেওয়া হবে না। আমাদের দাবি যদি মানা না হয় তাহলে পরবর্তীতে কঠিন কর্মসূচি দেওয়া বলে বক্তারা হুশিয়ার করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.