আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের প্রাণ ভৈরব নদ সংস্কারে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, সরকারী নীতিমালা লঙ্ঘন ও নদের উপর নিচু ব্রীজ তৈরির উদ্যোগ রোধে করনীয় নির্ধারনের লক্ষ্যে সোমবার (১৪ আগস্ট) বিকাল ৪টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। ভৈরব নদ সংস্কার আন্দোলন সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন তসলিম উর রহমান ।
সভায় বক্তব্য রাখেন ভৈরব নদ সংস্কার আন্দোলন সমন্বয় কমিটির অন্যতম উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, মোবাশ্বের হোসেন বাবু, এ্যাড আবুল হোসেন, জিল্লুর রহমান ভিটু, শেখ মাসুদুজ্জামান মিঠু, এ্যাড আবুল কায়েস, আতিয়ার রহমান প্রমুখ। প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন যশোর নাগরিক অধিকার আন্দোলন কমিটির আহবায়ক মাষ্টার নূর জালাল, নাজিম উদ্দিন, এ্যাড. শহীদ আনোয়ার, হারুন-অর-রশীদ, সাইফুজ্জামান মজু, পলাশ বিশ্বাস, আসাদুজ্জামান পিল্টু সহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন যশোরবাসীর দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, ঘেরাও, অবরোধ, হামলা, মামলা, কারাবাসের ভেতর দিয়ে নদ খননের দাবি আদায় হয়েছে। অথচ নদ খনন শেষে দেখা গেলো সেটি খাল হয়ে গেছে। নদ খননে দুর্নীতি-অনিয়মেরও অভিযোগ আছে। আমরা ঘটনার তদন্ত ও দোষীদের বিচার দাবি করছি। আমরা এই মুহূর্তেই উজানে মাথাভাঙ্গার সাথে ভৈরবের সংযোগ প্রদান করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীসূমহের প্রাণ ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।
উজানে মাথাভাঙ্গা নদীর সাথে ভৈরবের সংযোগ প্রদান, সংস্কার কাজের দুর্নীতির অনিয়মের বিচার, ভৈরবের উপর নির্মিত ৫১টি ব্রীজ বিআইডব্লিউটিএ’র নিতিমালা মেনে পুনঃনির্মাণ,রাজারহাট, দায়তলা ও ছাতিয়ানতলায় ভৈরব নদের উপরে নির্মাণ প্রক্রিয়াধীন ৩টি নিচু ব্রিজের কাজ এই মুহূর্তেই স্থগিত ও ভৈরব নদকে নৌ-চলাচলের উপযোগী করার দাবিতে গণ সংযোগ, সভা-সমাবেশ ও মতবিনিময়ের সিদ্ধান্ত সভায় গৃহিত হয়।
এ ব্যাপারে আগামী ২১ আগস্ট সকাল ১১টায় উক্ত দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.