নিজস্ব প্রতিবেদক : হজে পাঠানোর নামে ৪৪ জনের কাছ থেকে তিন কোটি টাকা আত্মসাতের ঘটনায় মূলহোতা অহিদুল আলম ভূইয়াকে গ্রেপ্তার কর হয়েছে।
রবিবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-২ ও র্যাব-৯।
সোমবার সকালে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার অহিদুল আলম নরসিংদীর মনোহরদী উপজেলার মৃত আফতাব উদ্দিন ভূইয়ার ছেলে।
র্যাব সূত্র জানিয়েছে, ২০২৩ সালে হজ পালনে সৌদি আরবে পাঠানো জন্য রাজধানীর কুড়িল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া, তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম ৪৪ জনের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে হজে না পাঠিয়ে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করেন। এর পর আত্মগোপনে চলে যান তারা।
হজের টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা সিলেটসহ দেশের বিভিন্ন থানায় পাঁচটির বেশি মামলা দায়ের করেন। ঘটনাটি সিলেটসহ দেশব্যাপী বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে র্যাব এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল র্যাব-৯ এর তথ্য সহায়তায় রবিবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে অহিদুল আলম ভূইয়াকে (৫০) গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.