সানজিদা আক্তার সান্তনা : যশোরের অভয়নগরে সাংবাদিক পরিচয়দানকারী মাদক সহ ২০ মামলার আসামি আলীকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। বুধবার রাতে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন নোনাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলী উপজেলার বুইকারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও নওয়াপাড়ার মাদক সম্রাজ্ঞী লিপির মেয়ের জামাই।
জানা গেছে, পুলিশের তালিকাভূক্ত চিহ্নিত মাদক কারবারি আলীর বিরুদ্ধে অভয়নগর থানায় ১৪ মাদক মামলা সহ অস্ত্র, সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরো ৬ মামলা রয়েছে। তার শাশুড়ি লিপি বেগম একজন চিহ্নিত ও তালিকাভূক্ত মাদক করবারি। বেশ কিছুদিন ধরে সে (আলী) নিজেকে একজন সাংবাদিক ও অভয়নগর প্রেসক্লাবের সদস্য পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ী, জণপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারনা সহ চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ রয়েছে। আনুমানিক ৪ মাস পূর্বে নওয়াপাড়া গরুহাটা শিমুলতলি এলাকায় মাদক বিক্রির সময় স্থানীয় জনতার হাতে গণপিটুনির শিকার হন।
এলাকাবাসী জানায়, বুধবার রাতে নোনাঘাট এলাকায় মোবাইল ফোনের মাধ্যমে বহিরাগত দুই যুবকের কাছে মাদক (ইয়াবা ট্যাবল্টে) বিক্রি করছিল আলী। এসময় এলাকাবাসী মাদকসহ আলীকে ধরে পিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, আলী একজন চিহ্নিত মাদক কারবারী। তার নামে অভয়নগর থানায় মাদক, অস্ত্র সহ অসংখ্য মামলা রয়েছে। নোনাঘাট এলাকায় সে গণপিটুনির শিকার হয়েছে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.