আন্তর্জাতিক ডেস্ক : চীনের জিলিন প্রদেশে প্রবল বর্ষনে ছয় জনের মৃত্যু এবং চারজন নিখোঁজ হয়েছে। সরকারি সংবাদ মাধ্যমের খবরে রোববার এ কথা বলা হয়েছে।
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে চলা বিপর্যকর আবহাওয়া পরিস্থিতিতে এটি সর্বশেষ প্রাণহানির ঘটনা।
চীনের সাম্প্রতিক সপ্তাহগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার বেইজিং বলছে, গত মাসে প্রাকৃতিক দুর্যোগের কারনে ১৪৭ জন মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে।
রোববার বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় শুলান শহরে প্রবল বৃষ্টিতে আরো ছয়জন মারা গেছে এবং নিখোঁজ হয়েছে চারজন।
সিনহুয়া আরো বলছে, এ এলাকায় ভারি বর্ষণ মূলত শেষ হয়েছে। ইতোমধ্যে ১৯ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া এবং ২১টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, ঘুর্ণিঝড় ডকসুরি চীনের ভূখন্ডে আঘাত হানার পর থেকে দেশটিতে ভারি বর্ষণ শুরু হয়।
সূত্র: বাসস
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.