সাঈদ ইবনে হানিফ : আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানকে সামনে রেখে, বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্য রাজনৈতিক দল গুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার আহবান জানিয়ে সারা দেশের মত যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুজন সুশাসনের জন্য নাগরিক।
কেন্দ্র ঘোষিত সময় অনুযায়ী ৫ আগস্ট শনিবার বেলা সাড়ে ১১ টায় যশোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সুজনের যশোর জেলা কমিটির সভাপতি এ্যাড, ছালেহা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আবু সাঈদ মোহাম্মাদ আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান নান্নু, হাঙ্গার প্রজেক্টের এরিয়া সম্পাদক গিয়াস উদ্দিন, বাঘারপাড়া উপজেলা কমিটির সম্পাদক মোঃ ইকরামুল হাসান মিঠু, অজয় কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাঈদ ইবনে হানিফ, কাজী আক্তার হোসেন প্রমূখ
আলোচনায় সুজনের নেতৃবৃন্দ বলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল গুলোর পাল্টা পাল্টি উত্তেজনাপূর্ন আচরণ সংঘাত ও সহিংসতার জন্ম দিচ্ছে। এইসব ঘটনা দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট, জানমালের ক্ষয়ক্ষতি, পারিবারিক ও সামাজিক বিপর্যয়, উন্নয়ন অগ্রগতির জন্য চরম বাধা হয়ে দাড়াবে। ফলে দেখা দিচ্ছ এক প্রকার রাজনৈতিক সংকট । তাই সুজন মনে করে বিরাজমান পরিস্থিতি বা যে- কোন সংকট নিরসনে, দেশের রাজনৈতিক দল গুলোর মধ্যে সংলাপ ও সমঝোতা মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.