বাদল আলী বিশ্বাস : নিভে গেল একটি স্বপ্ন, মেধাবী ছাত্রী শরিফাকে যন্ত্রদানব বাঁচতে দিল না। এই হত্যার সাথে যুক্তদের দৃষ্টান্তমুলক সাজা চাই এলাকার সচেতন মহল।
যশোরের বেনাপোলে চেকপোস্ট বড়আচড়া মোড় প্রাইমারি স্কুল সংলগ্ন রাস্তা পারাপারের সময় বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী ছাত্রী মোছাঃ আনিকা আক্তার শরিফা(১২) ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে নিহত।
ঘটনাটি ঘটেছে ২ আগস্ট বুধবার'২৩ আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ঢাকা মেট্রো-ট, ২২-১৭২৪ রফতানি পণ্য বোঝাই ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আনিকা আক্তার(শরিফা) বেনাপোল পোর্ট থানার বড় আচড়া ৯নং ওয়ার্ড এলাকার আলমগীর হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ২ আগষ্ট' ২৩ আনিকা আক্তার শরিফা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ভ্যান যোগে স্কুলে যাবার পথে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে বড়আঁচড়া মোড়ে (প্রাইমারি স্কুল সংলগ্ন) এসে পৌছলে বিপরীত দিক থেকে আসা রফতানি পণ্য বোঝাই একটি বাংলাদেশী ট্রাক সজোরে ধাক্কা দিলে চাকার নিচে পড়ে পিষ্ট হয়।
এ সময় উপস্থিত স্থানীয়রা সেখান থেকে দ্রুত আনিকাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।
এ ব্যাপারে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ট্রাক ও চালককে গ্রেফতার করা হয়েছে। নিহত ছাত্রীর লাশ ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ৷ নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এদিকে, শিক্ষার্থী আনিকা’র মৃত্যুতে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় ও বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় সম্মুখে বেনাপোল মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
দূর্ঘটনার কারন সম্পর্কে স্থানীয়রা জানান, বন্দর এলাকা জুড়ে বাইপাস সড়ক এবং মহাসড়ক সমূহে ভারতীয় পণ্য বোঝাই ও পণ্যবিহীন খালি ট্রাক ইচ্ছামত রাখায় রাস্তা সংকীর্ণ হয়ে যানজটের সৃষ্টি করছে। তারা আরও বলেন, ভারতীয় পণ্য খালাসের জন্য কিংবা পণ্যবিহীন ট্রাক অবস্থান নেওয়ার জন্য বন্দরে একটি ভারতীয় ট্রাক টার্মিনাল থাকা সত্বেও বন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারনে সড়কসমূহে প্রতিনিয়ত যানজটের কবলে এই ধরনে দূর্ঘটনার সম্মুখীন হতে হয়। যার জন্য আজ কোমলমতি শিক্ষার্থী শরিফার প্রাণ গেল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.