নিজস্ব প্রতিবেদকঃ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র ও দ্রুত নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থী ও সাধারণ জনগণ একত্রিত হয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
৬ই মার্চ ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১১টায় নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নীলফামারী মেডিকেল কলেজের শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা কলেজটির শিক্ষা কার্যক্রম সচল রাখা ও দ্রুত নিজস্ব ক্যাম্পাস স্থাপনের দাবি জানান। তারা বলেন, “আমাদের শিক্ষা জীবনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানটি নিয়ে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত ক্যাম্পাস নির্মাণের দাবি জানাচ্ছি।” সাধারণ জনগণও এই দাবির সঙ্গে একমত প্রকাশ করেন। তাদের মতে, নীলফামারীর মতো জেলায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের কার্যক্রম চালু থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কলেজটি বন্ধ হয়ে গেলে এলাকার স্বাস্থ্যসেবা ও শিক্ষার ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা চাই, অবিলম্বে নীলফামারী মেডিকেল কলেজের সব ধরনের সংকট সমাধান করে একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। পাশাপাশি যারা এই কলেজ বন্ধের ষড়যন্ত্র করছে, তাদের মুখোশ উন্মোচন করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।” মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়, যা শহরের প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.