বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় জুন ও জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে মিল গেইটে বিক্ষোভ করেছেন উপজেলার কাশর গ্রামে অবস্থিত এ্যাডাম স্টাইলস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা।
গতকাল সোমববার (৩১ জুলাই) সকাল থেকে শ্রমিকরা মিলগেইটে বিক্ষোভ করেন। পরে নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকতের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর গ্রামে অবস্থিত এ্যাডামস স্টাইলস লিমিটেড নামের ওই কারখানাটিতে প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ শ্রমিক কর্মরত আছেন। গতকাল সোমবার জুন ও জুলাই মাসের বকেয়া বেতন দেয়ার কথা ছিলো। কিন্তু ওইদিনও বকেয়া বেতন দিতে গরিমশি শুরু করেন কারখানা কর্তৃপক্ষ। পরে তারা মিলের ভেতর বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।
কারখানাটির অ্যাডমিন ম্যানেজার শাহিনুর রহমান জানান, জুন ও জুলাই মাসের বেতন বকেয়া ছিলো। তা আগামী ২০ আগস্ট পরিশোধ করা হবে।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ জুনের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান শ্রমিক অসন্তোষের কথা স্বীকার করে বলেন, আগামী ২০ আগস্ট জুন ও জুলাই মাসের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা চলে যান।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে তিনি কারখানায় যান। পরে শ্রমিক ও মালিক পক্ষের সাথে কথা বললে, তারা আগামী মাসের ২০ তারিখে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে কারখানাটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.