ঢাকা অফিস : ভবিষ্যতে সরকারি চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে সত্যায়নের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, চাকরিপ্রার্থীদের ভোগান্তি দূর করতে বিষয়টি সহজ করা হবে।
রোববার (৩০ জুলাই) রাজধানীতে সচিবালয়ের গণমাধ্যমে কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এ কথা জানান।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, সত্যায়িত করতে গেলে কর্মকর্তারা বিরক্তি প্রকাশ করেন। তাই, প্রার্থী নিজেই সিল মেরে সত্যায়িত করেন। আধুনিক যুগে যে কেউ চাইলেই পাবলিক পরীক্ষার রোল নাম্বার বা অন্য তথ্য দিয়ে ফলাফল জেনে নিতে পারেন। সত্যায়ন প্রক্রিয়া থাকা যৌক্তিক মনে করেন কি না? এ প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এটা আমারও কথা। আমরা ছাত্রজীবনে তা দেখেছি। একটা সিল মেরে দিলে তো হলো। কিন্তু, আমারটা (সত্যায়ন) অরিজিনাল।
তিনি বলেন, ডিজিটালাইজেশনের যুগে আপনারা নিশ্চয়ই দেখছেন, আমরা পরিবর্তনগুলো করছি। আমাদের বিগ ডাটা, ভোটার আইডিতে এগুলো সব থেকে যাবে। আপনার ভোটার আইডি কার্ড দেন, সেখানে কিন্তু আপনার সার্টিফিকেটগুলো, কোথায় কোথায় লেখাপড়া করেছেন, সব চলে আসবে। আপনি চাইলে অনেক ডাটা দেখে নিতে পারছেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা যখন এটা করব, তখন কোনো মানুষের একটা কোড নাম্বার থাকবে। সেই কোডটা দিলে কিন্তু সার্টিফিকেট অরিজিনাল কি না, দেখে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয়, এটা (সত্যায়ন) অল্প দিনের মধ্যেই উঠে যাবে। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। সেখানে আমাদের প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে।
তিনি বলেন, আমি কথা দিচ্ছি, আমরা যত দ্রুত পারি এটার বিষয়ে কাজ করে সহজ করে দেবো, যাতে কারো ভোগান্তি না থাকে।
বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে সংলাপ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.