ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি।। ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় মোবাইলে লুডু খেলছে অবাধে। এতে ইস্কুল পড়ুয়া কলেজের ছাত্র এবং এলাকার তরুণ যুবকসহ এ খেলায় আসক্ত হয়ে পড়ছে। এতে সমাজের বিশৃঙ্খলা সংসারে অশান্তি ও বিভিন্ন প্রকারের অপরাধ সংগঠিত হচ্ছে। পাশাপাশি অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহারে ঘাটতি দেখা দিয়েছে।
গত ২৯ জুলাই শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে মেদুয়ারী বাকসাত্রা মোড় বাজার, মেদুয়ারী কুশিলাতল বাজার,বরাদ শিলাসিপাড়া, বরাদ ঠাকুরবাড়ি মোর, নিঝুরী বাজার,বান্দিয়া মধ্যপাড়া ও বগাজান মান্দাইবাড়ি সংলগ্নসহ অবিরাম রমরম লুডুসহ বিভিন্ন খেলা রমরম চলছে। এ খেলা সন্ধ্যা থেকে শুরু রাত দুটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলছে। এতে দরিদ্র ভ্যানচালক ও খেটে খাওয়া দিনমজুররা অংশ নিচ্ছে। এতে একদিকে হচ্ছে পকেট খালি, অন্যদিকে সাড়ারাত দোকান খোলা রেখে বিদ্যুৎ ঘাটতির দেখা দিয়েছে। এ ব্যাপারে প্রশাসন নীরব থাকার অভিযোগ উঠেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.