সানজিদা আক্তার সান্তনা : ২০২৩-এর এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের পাসের হার কমেছে। জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও কমেছে। এ বছরের এসএসসি পরীক্ষায় যশোরে বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ১৭ ভাগ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ জন। যা গত বছরের তুলনায় অনেক কম। ২০২২ সালে পাসের হার ছিল ৯৫.১৭ ছিল।
জিপিএ-৫ পেয়েছিল ৩০ হাজার ৮৯২ জন। গত বছরের তুলনায় জিপিএ-৫ কমেছে ১০ হাজারেরও বেশি। যশোর বোর্ডের পরীক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন করোনার কারণে গত বছর সব বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়নি। এ কারণে পাসের হার এবং জিপিএ-৫ বেশি ছিল। এ বছর সব বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে এবং অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় এ অবস্থা হয়েছে।
পরীক্ষা বিভাগ থেকে পাওয়া তথ্যানুযায়ী, ২০২৩ সালে যশোর বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী। এরমধ্যে বহিষ্কার হয় নয়জন। পাস করেছে ১ লাখ ৩৪ হাজার ২১৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ জন পরীক্ষার্থী। জিপিএ-৪ থেকে ৫ এর মধ্যে ৪৫ হাজার ২১, ৩.৫ থেকে ৪ এর মধ্যে ২৮ হাজার ৭৪৪, জিপিএ-৩ থেকে ৩.৫ এর মধ্যে ২৩ হাজার ৪২৫, জিপিএ-২ থেকে ৩ এর মধ্যে ১৬ হাজার ১৮ ও জিপিএ-১ থেকে ২ এর মধ্যে ৩৮৮ জন।
কৃতকার্য পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৬৫ হাজার ১৩৭ ও মেয়ে ৬৯ হাজার ৭৬ জন। বিজ্ঞান বিভাগ থেকে ২০ হাজার ৩৩৯ জন ছেলে ও ১৮ হাজার ৬১ জন মেয়ে পাস করেছে। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৬৩৬ ও মেয়েদের মধ্যে ৯ হাজার ৩০১ জন। মানবিক বিভাগ থেকে পাস করেছে ৩৫ হাজার ৫৮৮ জন ছেলে ও ৪৩ হাজার ৬১০ জন মেয়ে। এদের মধ্যে ৩০২ জন ছেলে ও ১ হাজার ৪০৪ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।
ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে পাস করেছে ৯ হাজার ২১০ জন ছেলে ও ৭ হাজার ৪০৫ জন মেয়ে। এদের মধ্যে ৩০৯ জন ছেলে ও ৬৬৫ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.