নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিকে ২৩ শর্তে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে (মহানগর নাট্যমঞ্চ থেকে মুক্তাঙ্গন পর্যন্ত) আওয়ামী লীগকে এবং নয়াপল্টনে (নাইটিঙ্গেল মোড় থেকে পুলিশ হাসপাতাল পর্যন্ত) বিএনপিকে তাদের কর্মসূচি পালন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
ডিএমপি কমিশনার বলেন, সমাবেশে কোনো লাঠি আনা যাবে না এবং কোনো রাজনৈতিক বিরোধী বক্তব্যও দেওয়া যাবে না।
ডিএমপি কমিশনার বলেন, দুই দলের কর্মসূচি পালনকালে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসারসহ গোয়েন্দা পুলিশের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থাকবে।
রাজধানীর হোটেলগুলোতে বেছে বেছে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, ‘এমন কোনো খবর আমার কাছে নাই। এমন হবার কথাও না। এমন অভিযোগ কোনো অফিসারের বিরুদ্ধে পাওয়া গেলে আমি তদন্ত করে দেখবো। আমরা পলিটিক্যাল পার্টি কারও বিরুদ্ধে নামিনি।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.