বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় ইভটিজিং সচেতনতার বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ পরামর্শ মূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ে এই পরামর্শ মূলক আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ইভটিজিং, বকাটেদের উত্ত্যাক্ত এবং করণীয় শীর্ষক পরামর্শ মূলক আলোচনা করেন, বাঘারপাড়া থানার সাব ইন্সপেক্টর মোঃ ফারুক হোসেন। বিদ্যালয়ের ৮ম, ৯বম ও ১০ম শ্রেনীতে, ইভটিজিং, কি, কোন ধরনের ছেলে বা ব্যাক্তিদের দ্বারা শিক্ষার্থী মেয়েদের কোনো অসুবিধা, বখাটে ছেলেদের বিদ্যালয়ের আসে পাশে ঘুরাঘুরি, মোবাইল ফোন ব্যবহার না করা, ছেলেদের নেশাগ্রস্হ না হওয়া, বাজারে আড্ডা না দেওয়া ইত্যাদি সম্পর্কে পরামর্শ মূলক আলোচনা করা হয়। শিক্ষার্থী মেয়েরা যদি কোনো বকাটে ছেলে বা ব্যাক্তিদের দ্বারা ইভটিজিং বা উত্তাক্তের শিকার হয় তাহলে সরাসরি থানায় যোগাযোগ করার কথা বলেেন, পুলিশের এই কর্মকর্তা। এসময় ইভটিজিং এবং বিপদগামী হওয়া থেকে বাঁচতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক কর্মচারী, ম্যানেজিং কমিটি এবং অভিভাবকদেরকে আরও সচেতন হওয়ার আহবান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.