সানজিদা আক্তার সান্তনা : হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। ওই গ্রামে 'মা-বাবার দোয়া' নামে একটি চকচকে বাড়ি আছে। কিন্তু ওই বাড়িতে বৃদ্ধ বাবা-মা থাকতেন না। ছেলে ও তার স্ত্রী মারধর করে তিন বছর আগে তাড়িয়ে দেন ওই বৃদ্ধ দম্পতিকে।
প্রায় তিন বছর তারা পুত্রবধূর বাড়িতে থাকেন। এরপর ঠাঁই নেন নিজেদের গ্রামের মসজিদে। সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় অভিভাবকদের বাড়িতে নিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অভিযুক্ত ছেলের নাম নাসির উদ্দিন। তার পিতার নাম আব্দুল জলিল (৭০) মায়ের নাম রোজিনা বেগম (৬০)।
আব্দুল জলিল বলেন, সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে কারণে-অকারণে ছেলে নাসির উদ্দীন তাকে ও তার স্ত্রীকে মারধর করে তিন বছর আগে তাড়িয়ে দেন। এত দিন মেয়ে-জামাতার বাড়িতে ছিলাম। মেয়ে-জামাতা বেকার হওয়ায় আমরা ফিরে এসে গত শনিবার বাড়িতে উঠতে চেয়েছিলাম কিন্তু ছেলে ও পুত্রবধূ বাড়িতে উঠতে দেননি, তাই মসজিদে ঠাঁই নিয়েছি।
জলিলের মেয়ে পারভীন আক্তার বলেন, ভাই নাসির মা-বাবাসহ আমাদেরকে অনেকবার মারধর করেছেন। জালিয়াতি করে বাবার কাছ থেকে বসতবাড়ি জমি লিখে নিয়ে বাড়ি থেকে মা-বাবাকে বের করে দেন।
অভিযোগের বিষয়ে নাসির উদ্দীন বলেন, ‘জমি নিয়ে দ্বন্দ্বে বাবা ও বোনেরা আমার নামে ১৮টি মামলা করেছেন, আমিও তাদের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছি। আমি মা-বাবাকে বাড়িতে থাকতে দেব কিন্তু বোনদেরকে বাড়িতে জায়গা দেব না।
ইউএনও মো. মাহবুবুল হক জানতে পেরে সোমবার বিকেলে নিশ্চিন্তপুর গ্রামে যান। তিনি ওই মা-বাবাকে মসজিদ থেকে ছেলের বাড়িতে উঠিয়ে দেন। এ সময় ছেলে নাসিরকে মঙ্গলবারের মধ্যে নেমে যেতে বলেন। বসতবাড়ির জমিটি যত দিন নাসিরের নামে রেকর্ড না হবে তত দিন তিনি এই বাড়িতে থাকতে পারবেন না বলে জানান ইউএনও।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.