নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৬টি পরিবারের বসতবাড়ি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়েছে।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী সদরের কচুকাটা ও রামনগর ইউনিয়নের মধ্যবর্তী মাগুরা পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের ২০টি ঘড় পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫৫ লক্ষ টাকা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ধান মাড়াইয়ের মেশিন দিয়ে ধান মাড়াই করা হচ্ছিল। কিন্তু মাড়াইয়ের পর খড় ফেলে রাখা হয়েছিল ছাই-গোবরের স্তুপে। সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে সফিয়ার রহমান, সহিদুল্ল্যাহ, মশিউর রহমান, সিরাজুল ইসলাম, সন্তাজ হোসেন ও আব্দুল মান্নানের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে সব হারিয়ে এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের সদস্যরা। এক গৃহকর্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মেয়ের বিয়ের জন্য কষ্ট করে চার লাখ টাকা জমিয়েছিলাম। সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন কীভাবে বিয়ে দেব?”
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি দল।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিরাজ উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় আধা ঘণ্টা সময় লাগে। তবে রাস্তায় যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়। তাদের চেষ্টায় আশপাশের আরও কয়েকটি বাড়ি আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধান মাড়াইয়ের মেশিনের স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.