এসএম স্বপন: যশোরের বেনাপোলে ৩ বোতল মদ সহ ১৩ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
শুক্রবার (২১ জুলাই) দুপুর পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ফারুক হোসেন (২৩), পিতা-আঃ করিম, সাং-মানকিয়া উত্তরপাড়া, মিন্টু মিয়া (৩৫), পিতা-মোঃ আব্দুর রহিম, সাং-মানকিয়া উত্তরপাড়া, জাহিদুল ইসলাম, পিতা-জাবেদ আলী, সাং-সাদিপুর দুলিয়া রোড, মিজানুর রহমান, পিতা-মোঃ আব্দুল কাশেম, সাং-সাদিপুর খেয়াঘাটপাড়া , হাসান (৩০), পিতা-মৃত রোক্কাঘ রক্কা মিয়া, সাং-ভবেরবেড় (পূর্বপাড়া), নাসরুল ইসলাম (৩৩), পিতা-মৃত জানে আলম, সাং-ভবেরবেড়, রিপন, পিতা-মোঃ বাবুল হাওলাদার বাবু, সাং-ভবেরবেড় পশ্চিমপাড়া, জাহিদুর জাহিদুল ইসলাম (২৯), পিতা-জুনাব আলী, সাং-ঝিকরগাছা, এ/পি সাং-মানকিয়া উত্তরপাড়া, টটুল শেখ (৩২), পিতা-মৃত আবু তাহের শেখ (তাহের), মাতা-আলেয়া বেগম, স্ত্রী-হাসিনা বেগম, সাং-ভবেরবেড় পশ্চিমপাড়া, সাইদুল ইসলাম (৪০), পিতা-মৃত সুখচাদ, মাতা-জরিনা খাতুন, সাং-সাদীপুর, আব্দুল করিম (৫২), পিতা-মৃত কদম আলী মোড়ল, সাং-মানকিয়া উত্তরপাড়া, সুমন হোসেন (২৪), পিতা-মোঃ মশিয়ার রহমান, মাতা-বকুল খাতুন, সাং-বড় আচড়া, সর্ব থানা-বেনাপোল পোর্ট এবং নাহিদ হাসান (২০) পিতাঃ ওমর লাইচ, সাং- কৃষ্ণনগর- থানা ঝিকরগাছা তাকে ৩ বোতল মদসহ আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির এলাকায় ফিরে গোপনে অবস্থান করছে, এমন খবরে বিশেষ অভিযান চালিয়ে পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.