মিলটন কবীর কলারোয়া সাতক্ষীরা প্রতিনিধি ঃ "আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন, বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, মাদক, ইভটিজিং, চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশ আপনার পাশে" এই প্রতিবাদের সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৫নম্বর কেঁড়াগাছি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের শামসুল হক এর মিল চত্বরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভুট্টো লাল গাইন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, ইউপি সদস্য ইয়ার আলী, মনসুর আলী বিশ্বাস, মোঃ বিলাল হোসেন, মোঃ আব্দুল গফুর, আলহাজ্ব নজরুল ইসলাম গাজী, মোঃ আবুল কাশেম, মইনুল হোসেন, মহিলা ইউপি সদস্য বৃন্দ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সীমান্তে চোরাচালান, মাদক ব্যবসা, বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.