এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ভারতীয় অস্ত্র ও বিপুল পরিমান গুলিসহ এক চোরাকাবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কলারোয়া থানার চদনপুর ইউনিয়নের কাতপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ৩টি এয়ারগান ও বিপুল পরিমান গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ ইব্রাহিম হোসেন (৪০)। সে যশোর জেলার শার্শা উপজেলার কায়বা গ্রামের মোঃ রমজান আলী দালালের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, কলারায়া থানার আওতাধীন চদনপুর ইউনিয়নের কাতপুর সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধ অস্ত্র ও গোলাবরুদ নিয়ে একজন চোরাকাবারি অবৈধ পথে প্রবেশ করছে এমন গোপন সংবাদর ভিত্তিতে কলারোয় থানার একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে চোরাকাবরি ইব্রাহীম হোসেনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩টি এয়ারগান ও বিপুল পরিমান এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কলারায়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ১৭। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.