আব্দুল্লাহ আল-মামুন : রাত পোহলেই হতে যাচ্ছে বেনাপোল পৌর সভা নির্বাচন। ১২বছর পর এই নির্বাচন উপলক্ষে বেনাপোল পৌর এলাকাসহ গোটা শার্শা উপজেলায় বইছে ঈদ উৎসবের আমেজ। আগামীকাল (১৭ জুলাই) সকাল থেকে শুরু হবে বেনাপোল পৌর সভার ৯ টি ওয়ার্ডের ১২ টি কেন্দ্রে ভোট। নির্বাচনে অংশ নিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী ও বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছে সাবেক বিএনপি বহিস্কৃত নেতা ও সাবেক বেনাপোল সিএন্ড এফ এ্যাসোসিয়েশন এর সভাপতি মফিজুর রহমান সজন।
দীর্ঘদিন পর এই নির্বাচনে বেনাপোলে দুইজন মেয়র প্রার্থী এবং ৬৫ জন কাউন্সিলর প্রার্থী ও ১৫জন সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী লড়ছেন। গত ৩১মে নির্বাচন কমিশন এর ঘোষনা অনুযায়ী এবং ২৬ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর প্রচার-প্রচারনায় সরগরম বেনাপোল পৌর এলাকা। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এবং প্রচার প্রচারনায় সীমান্ত ঘেষা এই বেনাপোল শহরে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
এরই মধ্যে সাধারন ভোটাররা নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে ও তুলেছেন প্রশ্ন। তবে ইভিএম পদ্ধতিতে কোন প্রকার অনিয়ম হয় না এবং হবে না সে ব্যাপারেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোন প্রকার অনিয়মের সুযোগ নেই।
বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন বলেন, বেনাপোল পৌর সভা বহু আকাঙ্খীত একটি নির্বাচন হতে যাচ্ছে দীর্ঘ ১২ বছর পর। কোন প্রকার অনিয়ম পেশী শক্তি ব্যাবহার ও নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট এর পর বেনাপোল ছিল উন্নয়ন বঞ্চিত। দীর্ঘ দিন পাকিস্তানী ভাবধারার মানুষ রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য দেশ উন্নয়নে পিছিয়ে গেছে। তবে ১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর একের পর এক উন্নয়ন করে যাচ্ছে। তিনি বলেন, বেনাপোল পৌরসভার অসমাপ্ত কাজ করা হবে। এখানে সব থেকে বেশী প্রয়োজন একটি আধুনিক হাসপাতাল নির্মান। আমি সকলকে সাথে নিয়ে বেনাপোলের জনগুরুত্বর কথা তুলে ধরব মাননীয় প্রধান মন্ত্রীর কাছে।
আওয়ামীলীগের প্রার্থী নাসির উদ্দিন আরো বলেন, আজ দেশে মুক্তি যোদ্ধাদের জননেত্রী শেখ হাসিনা ভাতা দিয়ে সন্মানিত করেছেন। তিনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, পঙ্গু ভাতা মাতৃত্ব কালীন ভাতা দিয়ে সহযোগিতা করেছেন। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ আওয়ামীলীগের বিকল্প কিছু নেই। পৌর নির্বাচন সহ আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে বিজয় করার জন্য সকলকে আহবান জানান।
এদিকে সতন্ত্র প্রার্থী মফিজুর রহমান সজন ও বেনাপোলে হাসপাতাল নির্মান এর গুরুত্ব দিয়ে নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তবে তিনি নির্বাচন উপলক্ষে প্রচার- প্রচারনায় বাধা বিঘ্নর সৃষ্টি হয়েছে বলেও জানান। তিনি বলেন আমি প্রশাসনের কাছে দাবি রাখব নির্বাচন অবাধ ও সুষ্টু করার জন্য। তাতে যে জয়ী হবে তাকে বিজয়ের মালা পরানো হবে।
তবে সাধারন ভোটাররা মনে করেন, বেনাপোল সহ সারা দেশে যে উন্নয়ন হয়েছে তা বাংলাদেশ আওয়ামীলীগের সময় । এত উন্নয়ন ১৯৭৫ এর ১৫আগষ্ট এর কোন সরকার করতে পারেনি। তাই দেশকে আরো উন্নয়ন এবং সুখি সমৃদ্ধ করতে একমাত্র বাংলাদেশ আওয়ামীলীগকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, বেনাপোল পৌর সভা নির্বাচন অবাধ ও সুষ্টু হবে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। তিনি বলেন, ইতিমধ্যে বেনাপোল পৌর নির্বাচনের মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীদের সাথে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার জন্য কয়েক দফায় বৈঠক হয়েছে।
শার্শা উপজেলা নির্বাচন কমিশনার সৌমেন বিশ্বাস ছন্দর কাছে নির্বাচন কেমন হবে এবং ঝুকি পুর্ন কোন কেন্দ্র আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা নির্বাচন যাতে সুষ্ট’ অবাধ ও নিরপেক্ষ হয় সে ব্যাপারে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছি। নির্বাচনে পুলিশ, র্যাব, বিজিবি, ডিবি সহ সকল প্রকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন পরিবেশ বজায় রাখতে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.