এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের অভিযানে ২ হাজার ৫০ লিটার ভেজাল মধুসহ মরিয়ম বেগম (৩২) নামের এক নারীকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ চিনি ও রাসায়নিক তরল। বৃহস্পতিবার রাতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের আশরাফ হোসেনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। তবে এ সময় ভেজাল মধু তৈরির মুল হোতা আটককৃত নারীর স্বামী কামাল হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন। পলাতক কামাল হোসেন দীর্ঘদিন ধরে আশরাফ হোসেনের বাড়ি ভাড়া নিয়ে ভেজাল মধু তৈরি করে তা বাজারজাত করে আসছিল বলে জানা গেছে।
ভেজাল মধু তৈরির মুল হোতা কামাল হোসেন শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের রুহুল আমিনের ছেলে। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, কৃষ্ণনগরের আশরাফ হোসেনের সেমি-পাকা বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল মধু তৈরি করে আসছিলেন কামাল হোসেন ও মরিয়ম বেগম দম্পত্তি। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল মধু কারখানায় অভিযান চালায় কালিগঞ্জ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কামাল হোসেন সটকে পড়লেও আটক হন তার স্ত্রী মরিয়ম বেগম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির ভেতরে গোপন স্থানে লুকিয়ে রাখা ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়। এছাড়াও জব্দ করা হয়েছে ভেজাল মধু তৈরির মেশিন, চিনিসহ বিভিন্ন রাসায়নিক তরল। জব্দকৃত মধুর বাজারমুল্য প্রায় ১০ লাখ টাকা।
তিনি আরো জানান, সুন্দরবনের মধুর সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র দীর্ঘদিন চিনি ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে ভেজাল মধু তৈরি করে আসছে। আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভেজাল মধু তৈরির মুল হোতা কামাল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.