সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া : যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের একটি জনগুরুত্বপূর্ণ পাকা সড়ক চলাচলের জন্য সম্পূর্ণভাবে অনুপোযোগী হয়ে পড়েছে । ফলে ইউনিয়নের ১১খানের দোগাছি ঘোড়ানাছ মোড় হতে ২ কিঃমিঃ ভাঙ্গুড়া বাজার পর্যন্ত প্রায় পুরো সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে ।
এই সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার হাজারো মানুষ যাতায়াত করে কিন্তু সম্প্রতি বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। দীর্ঘ প্রায় দুই বছরের ও বেশি সময় ধরে মানুষ অসহনীয় দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করছে। এই এলাকার সাধারণ মানুষ সড়কটি পুনরায় সংস্কারের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের দারস্থ হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, একটা খালি ভ্যান গাড়ি পার করতে ৩/৪জন লোকবল লাগছে। এলাকার জনমানুষের প্রয়োজনীয় কাজে যশোর নড়াইল সড়কে পৌঁছাতে ৬/৭কিঃমিঃ ঘুরে আসতে হচ্ছে এতে তাদের সময় ও আর্থিক অপচয় হচ্ছে। শুধু তাই নয়, এই সড়কটি দিয়ে আশপাশের গ্রাম গঞ্জের মানুষ জন তাদের কৃষি পন্যের যানবাহন ছাড়াও স্কুল, কলেজে অধ্যায়নরত শিক্ষার্থিরা ও ব্যাবসায় বানিজ্যের সাথে জড়িত মানুষের যাতায়াতের ক্ষেত্রে গুরুত্ব বহন করে। রঘুরামপুর কমোনিটি ক্লিনিকে দায়িত্বরত পরিবার কল্যান সহকারী চম্পা বিশ্বাস, হেল্থ কেয়ার প্রোভাইডার সুপ্রিয়া লস্কর, সেবা নিতে আসা কমলাপুর গ্রামের একজন গৃহবধু বলেন, আমাদের চলাচলের রাস্তার অবস্থা মোটেই ভালো না। আগে এখানে অনেক প্রসুতি মায়েরা সেবা নিতে আসত কিন্তু এখন রাস্থার অবস্থা খারাপ হওয়াতে রোগীর সংখা অনেক কম । আরও কথা হয়, পথচারী বাকড়ী গ্রামের সচিন্দ্র নাথ রায়, কমলাপুরের অশিম গোলদার, দোগাছি গ্রামের চালক ব্রজেন গোলদারের সাথে, তাদের দাবি এই রাস্তাটি অতিদ্রুত মেরামত করা হোক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.