সানজিদা আক্তার সান্তনা : যশোরের একটি সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সব আনন্দ আলো নিভে গেছে এক মুহূর্তে। সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন সহ আটজন নিহতের ঘটনায় যশোরের বাঘারপাড়ার উপজেলার তিনটি গ্রাম ও সদরের দুটি গ্রাম সহ এলাকায় চলছে নিরব স্তব্ধতা। স্বজন হারানো মানুষ গুলোর চোখে এখন শুধুই শূন্যতা আর এলাকায় শোকের মাতম।
যশোর-মাগুরা সড়কের যশোর সদরের তেঁতুলতলা বাজারে ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহতদের নামাজে জানাজা শেষে দাফন হয়েছে শনিবার দুপুরের আগে। বাঘারপাড়ার যাদবপুর ঈদগাহ ময়দান এবং সেকেন্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয়রা অংশ নেন জানাজায়।
উল্লেক্ষ্য শুক্রবার সন্ধ্যায় যশোর থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস লেবুতলা এলাকার তেঁতুলতলা বাজারে স্পিডব্রেকারের সাথে ধাক্কা খায়। এরপর বাসটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়। পরে আরও এক জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, সদর উপজেলার সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ইমরান হোসেন, বাঘারপাড়া উপজেলার মথুরাপুর গ্রামের ওবায়দুর রহমানের ছেলে ইজিবাইক চালক মুসা, যাদবপুর গ্রামের হেলাল মুন্সির দু’জমজ ছেলে হাসান ও হোসাইন, হেলাল মুন্সির শাশুড়ি মাহিমা, মাহিমার বোন রাহিমা, রাহিমার মেয়ে ফাহিমা। এছাড়াও নিহত হয়েছেন তালবাড়িয়ার মারুফ হোসেন মুন্না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.