নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ দেশের ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে গাজীপুরের ডিসিকে ঢাকার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাষ্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. আনিসুর রহমানকে ঢাকায় বদলি করে একই দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মোশাররফ হোসেন খানকে রাঙ্গামাটি জেলায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব শাহ্ মোজাহিদ উদ্দিনকে বান্দারবানে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) মো. কায়ছারুল ইসলামকে টাঙ্গাইল জেলায় এবং স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব মু. আসাদুজ্জামানকে পাবনার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা আরও হয়, পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আরিফুজ্জামানকে শরীয়তপুরের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। আর অর্থ বিভাগে সংযুক্ত উপসচিব সুরাইয়া জাহানকে লক্ষীপুরে, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) খন্দকার মু. মুশফিকুর রহমানকে কুমিল্লায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপসচিব শাহীনা আক্তারকে ফেনীতে এবং বিদ্যু’ বিভাগের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে গাজীপুরের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.