সনতচক্রবর্ত্তীঃ ঈদ আনন্দ উচ্ছ্বাসিত ধারায় ফরিদপুরের ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অঙ্গীকার-৯২ ব্যাচ শনিবার সন্ধ্য্যায় বিদ্যালয়ের সেমিনার কক্ষে একঝাক তরুণ শিল্পীদের সুরের মুর্ছানার মধ্যে দিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। অঙ্গীকার-৯২ এর ঈদ পুনর্মিলীর প্রধান সমন্বয়কারী রিকন্ডিশন গাড়ী আমদারী কারক ও সরবরাহকারী সেঞ্চুরী অটোর স্বত্তাধীকারী মাহাবুবুল হক রিপনের সঞ্চলায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলীতে ৯২ ব্যাচের শতাধিক শিক্ষার্থী ও তাদের পরিবারসহ প্রিয়মুখগুলো উপস্থিত ছিলেন।
সন্ধ্যার পর থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত বিরতিহীনভাবে শিল্পী বেলা বারী পুরানা দিনের গানগুলো উপস্থিত শ্রোতাদের সামনে উপাস্থান করেন। বেলা বারীর পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন ফজলে হাসান ও মাসুদ রানা। আষাঢ় মাসের বৃষ্টির রাতের বাগড়ার কারণে শিল্পী বেলা বারী রুনা লায়লার এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা গানটি শুরুতে গাওয়ার মধ্যে দিয়ে সেমিনার হল রুমে তার জাদুময়ী কণ্ঠের মূর্ছনায় দর্শকদের মন রাঙিয়ে তোলেন। এরপর ফজলে হাসান আমার মত এত সুখী নয়ত কারো জীবন। মাসুদ রানা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা একাধীক সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে চলতে থাকে সুরের মুর্ছানায় অঙ্গীকার-৯২ এর ঈদ পুনর্মিলী।
সুরের মুর্ছানায় অঙ্গীকার-৯২ এর ঈদ পুনর্মিলী অনুষ্ঠানে এ্যাডঃ আসাদুজ্জামান রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির উপ পুলিশ কমিশনার মতিয়ার রহমান। বিশেষ অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান মোড়ল উপস্থিত ছিলেন। এছাড়াও এস এম রেজাউল করিম, আলিমুজ্জামান লিটন, বাবুল চাকলাদার, ইউনুছ মাতুব্বর, প্রকাশ সাহা, সাইফুল্লা শিকদার টিপূ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.