নওরোজ আফরিন, বিশেষ প্রতিনিধি : "৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ " উপলক্ষে আয়োজিত ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের চুড়ান্ত প্রতিযোগীতায়, আকিজ কলেজিয়েট স্কুলের ফাহমিদা মুন্নি প্রথম স্থান অর্জন করেছে।
ফাহমিদা মুন্নি যশোর জেলার শার্শা উপজেলার টেংরা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমানের কনিষ্ঠ কন্যা এবং আকিজ কলেজিয়েট স্কুলের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।
৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের চুড়ান্ত প্রতিযোগীতা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সোমবার (১৯ জুন) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তিনি।
ফাহমিদা মুন্নি বলেন, সারাদেশ থেকে প্রথম হতে পেরে খুবই ভালো লাগছে। ভবিষ্যতে কলেজ ও বাবা-মায়ের মুখ যেন উজ্জ্বল করতে পারি সে জন্য সবার কাছে দোয়া চাই।
আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ এনামুল কাদির শামীম বলেন, সারাদেশ শত শত কলেজের মধ্যে ফাহমিদা মুন্নীর এমন সাফল্য আমাদেরকে গৌরবান্বিত করেছে। বিজ্ঞানকে জানার প্রবল আগ্রহ তাকে এমন সাফল্য এনে দিয়েছে বলে আমি মনে করি। আশা করি তার এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি অন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.